পলাশবাড়ীতে কৃষকের মাঝে ধান বীজ সার কৃষি উপকরণ ও প্রণোদনা বিতরণ

পলাশবাড়ীতে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা সহ ৮টি ইউনিয়নে মোট ৯৫০ জন কৃষক/কৃষাণীর মাঝে ধান বীজ, পিঁয়াজ বীজ, কৃষি উপকরণ ও সারায়নিক সার-ঔষধ বিতরণ করা হয়েছে।

৪ জুলাই দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্তরে ৬০ জন কৃষকের মাঝে ১ কেজি পিঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার, বালাই নাশক ঔষধ, সুতলি, পলিথিন এবং ৮৯০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে উক্ত পিঁয়াজ চাষীদের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে ২ হাজার ৮’শ টাকা প্রদান করা হবে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ